কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানা হতে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ও অস্ত্রসহ কারিগরকে গ্রেফতার করেছে র্যাব-১৫’র সদস্যরা।
বুধবার (১৫ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃত অস্ত্র কারিগর মুহাম্মদ ইউসূফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দলের কাছে অবৈধ অস্ত্র কারখানার খবর আসে।
এ সূত্রে বুধবার সন্ধ্যায় উখিয়ার পশ্চিম পালংখালীর ইউসুফের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় আটক ইউসূফের দেহ ও তার ব্যবহৃত কক্ষ তল্লাশী করে অবৈধ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি জব্দ করা হয়।কক্ষ হতে প্রস্তুতকৃত একটি দেশীয় তৈরী অস্ত্র (ওয়ান শুটার গান), গুলি তৈরীর বারুদ, বিভিন্ন রং ও আকৃতির মোট ৩৪ পিস গুলির খালি খোসা, বিভিন্ন আকৃতির ১৬ পিস বুলেট তৈরীর সীসা, একটি গ্যাস টর্চ, দুইটি স্প্রিং, একটি পিস্তলের বোল্ড, একটি ছেনি, একটি ইলেকট্রিক গ্রিন্ডার,দুইটি রেন্স, দুইটি ছোট রেন্চ, একটি স্ত্রু ড্রাইভার, একটি মেজারিং টেপ, একটি হ্যক্সোব্লেড, ভিন্ন ভিন্ন সাইজের দুইটি কাঁচি, একটি চাকু, একটিরেথ, দুইটি ওয়্যার কাটার, একটি নোজ প্লাস, একটি প্লাস, একটি মাউথ কেটেল হর্স হোফ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত ইউসুফ দীর্ঘদিন ধরে ঘরের অভ্যন্তরে ছোট্ট একটি কক্ষে অস্ত্র ও অ্যামুনেশন তৈরীর কারখানায় দেশীয় অস্ত্র তৈরি করে আসছে বলে স্বীকার করে। এছাড়াও ইউসুফ এফডিএমএন সদস্য এবং কুখ্যাত রোহিঙ্গা ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনের আপন চাচাতো বোনের স্বামী। এ সুবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র ও অ্যামুনেশন তৈরি করে নবী হোসেনসহ ক্যাম্পের অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ করে আসছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।












