কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একলাখ ৩০ হাজার জাল টাকার নোটসহ দুই সহোদরাকে গ্রেফতার করেছে র্যাব-১৫’র সদস্যরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায় বলে জানিয়েছেন র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার পালংখালীর থাইংখালী রহমতের বিল এলাকার আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫), ও মো. জুবায়েরের স্ত্রী জোলেখা বেগম (২২)। তারা দুজনই ওই এলাকার মোজাহার মিয়ার মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে খবর আসে উখিয়ার পালংখালীস্থ থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলামের ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার কাছে দুই নারী বিপুল জাল টাকা নিয়ে অবস্থান করছেন। এমন খবরে সিপিএসপি সদস্যরা অভিযান চালিয়ে জাল নোট ব্যবসায়ী দুইনারীকে আটক করে। পরে তল্লাশী করে তাদের কাছ হতে এক লাখ ৩০ হাজার টাকা মূল্য মানের ১০০০ ও ৫০০ টাকার নোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারীরা জানায়, তারা দুই সহোদরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে। সোমবারও তারা জাল টাকাগুলো বাজারে ছাড়তে বের হয়েছিল। এসময়র্যাব-১৫’র আভিযানিক দলের কাছে ধরা পড়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকরা জাল টাকার নোটের উৎস বের করাসহ এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।













