২৫ অক্টোবর ২০২৫

উত্তর কাট্টলীতে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকার পদ্ম পুকুর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। টানা এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ফার্নিচার দোকানের পাশাপাশি একটি গাড়ির গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন