ফটিকছড়ি প্রতিনিধি »
‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আকড়ে ধর এবং পরস্পর বিভক্ত হয়ো না’— পবিত্র কুরআনের এ আয়াতকে সামনে রেখে ফটিকছড়ি উত্তরের ৫টি ইউনিয়নের আলেম-ওলামাদের সেবামূলক সংগঠন উত্তর ফটিকছড়ি ওলামা পরিষদের কমিটি ঘোষণা এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২২ সম্পন্ন হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর উত্তর ফটিকছড়ি ওলামা পরিষদের আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মাওলানা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী সাইদুল ইসলাম আসাদসহ খ্যাতিমান ক্বারীদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনটি হেয়াকো বনানী (ডিগ্রী) কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।
এতে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী ও নারায়ণহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আ.ও.ম. ফারুক হোসাইন মাওলানা বেলাল হোসেনকে সভাপতি এবং মাওলানা মির্জা মো. মজিবুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
এছাড়াও বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হোসাইন মোহাম্মদ শাহাজাহানকে প্রধান উপদেষ্টা এবং হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী হাবিবুল্লাহ আজীজীকে শরীয়া বোর্ডের প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের সদস্য ও ভুজপুর জামিয়া আবু বক্কর সিদ্দিক (রা.) মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান ও নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, ২নং দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুল হক মজুমদার, হাজী মোহাম্মদ মুসা সওদাগর এবং নাজমুল হাসানসহ আরো অনেকে।
উল্লেখ্য, উত্তর ফটিকছড়ি ওলামা পরিষদ হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়নহাট, দাঁতমারা ও বাগান বাজারের আলেম-ওলামাদের নিয়ে ২০০০ সালে গঠিত এ সংগঠন।