২৪ অক্টোবর ২০২৫

উত্তাল ঢাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের ঢল নামে। নারী হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হয়ে বিক্ষোভ শুরু করলে অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে অন্যান্য নারী হলের ছাত্রীরাও যুক্ত হন। রাত দেড়টার দিকে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান। তারা স্লোগান দেন— “এক দফা, এক দাবি—জাহাঙ্গীরের পদত্যাগ”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”, “ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে”, ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, “যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বাংলার মাটিতে জায়গা নেই। ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে।”

এসময় নারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। তারা মাগুরায় সম্প্রতি নিপীড়নের শিকার শিশুর ন্যায়বিচারের দাবি জানান।

শিক্ষার্থীদের এই আন্দোলনে রাজু ভাস্কর্য চত্বর জনস্রোতে পরিণত হয়। আন্দোলনকারীরা অপরাধীদের দ্রুত বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এরআই/বাংলাধারা

আরও পড়ুন