বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ক্লিংকারবাহী ২টি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ ক্রুকে জীবিত উদ্ধার ও অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। এখনও অন্তত দশজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায় বলে নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ জানিয়েছে।
জাহাজের ক্রুদের সকলকে উদ্ধার করা যায়নি। নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. সেলিম বলেন, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল।
“তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।”
এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, “এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।”
এদিকে গতকাল বঙ্গোপসাগরে অপর এক জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সাতজন। গমবোঝাই ‘এমভি পাটগাটি-২’ নামের ওই জাহাজের সাত নাবিক ও শ্রমিককে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন সাতজন।
সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ডুবুরি দল।
ডুবে যাওয়া জাহাজটির নাবিক মো. নুরউদ্দিন জানান, গম বোঝাই করে রাত ১টার দিকে কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয় ‘এমভি পাটগাটি-২’ জাহাজটি। সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ‘এমভি পাটগাটি-২’ এর সজোরে ধাক্কা লাগে। এতে তাদের জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। এ সময় ১৪ নাবিক-শ্রমিক লাইফ বয়া নিয়ে সাগরে ঝাঁপ দেন। পরে অন্য একটি জাহাজের লোকজন তাদের উদ্ধার করেন। তবে জাহাজে থাকা আরও সাতজন নিখোঁজ রয়েছেন।
সকালে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে ডুবে যায় ‘এমভি পাটগাটি-২’ জাহাজটি। ওই জাহাজে এক হাজার ১০০ টন গম ছিল। নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ এখন দুর্ঘটনাস্থলের আশপাশে সন্ধান চালাচ্ছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













