বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটের আগেই রামপুরে শুরু হয়ে গেছে নির্বাচনী সহিংসতা। আওয়ামীলীগ মনোনীত নৌকার অফিসে হামলা, ভাংচুর চালানোর পাশাপাশি ব্যানারও ছিঁড়ে ফেলে বিদ্রোহী প্রার্থীদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীরা।
এ হামলায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটনের টিফিন ক্যারিয়ার প্রতীক সমর্থক ফারুক, মুরাদ, সিরাজ, মেহেদী ও বাপ্পিসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের ঈদগাঁ বুড়িরপুকুর পাড় এলাকায় টিফিন ক্যারিয়ার প্রতীকের কার্যালয়ে হালমা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।

এ হামলায় বর্তমান কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহকে দায়ী করে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন বলেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এরশাদ উল্লাহর লাটিম প্রতীক সমর্থকদের এমন নেক্কারজনক হামলার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেন তিনি।
চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের আগে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা সত্যিই দুঃখজনক। গতকালের হামলার ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। আমি সকল প্রার্থীদের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রেখে যাবতীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মিন্টু বাংলাধারাকে জানান, এক পক্ষের হামলা অপর পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। দ্রুততার সাথে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় কারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













