৩০ অক্টোবর ২০২৫

উদ্বোধনীতে বালক-বালিকায় মহেশখালীর জয়

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। অনুর্ধ্ব-১৭ বালক-বালিকারা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

শনিবার (২১ মে) সকালে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

উদ্বোধনীতে বালক ও বালিকায় মুখোমুখি হয় উখিয়া উপজেলা বনাম মহেশখালী। এতে ১-০ গোলে উখিয়া হারিয়ে জয় পায় মহেশখালী বালিকা দল। অপর দিকে, গোল শূণ্য মাঠের খেলা শেষে ট্রাইবেকারে ৫-৪ গোলে উখিয়াকে হারিয়ে জয় পায় মহেশখালী বালক দল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে উদ্বোধনীতে জেলা প্রশাসক ছাড়াও অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কী।

জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, খেলাধুলায় পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও এখন অনেক এগিয়ে। বাংলাদেশ সরকার দেশের প্রতিটি অঞ্চল থেকে খেলোয়াড় তুলে আনতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। সেখান থেকে আন্তর্জাতিক পর্যায়েও খেলার গৌরব অর্জন করে। কাজেই নিজেকে সুস্থ ও সবল রাখতে এবং এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, খেলাধুলায় আমাদের দেশ আগের চেয়ে অনেক এগিয়েছে। বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব দরবারে এক অনন্য স্থানে। ফুটবলেও এগিয়ে যাচ্ছি আমরা। ফুটবলে আরো বেশি এগিয়ে নিতে সরকার নানাভাবে উদ্যোগ নিয়েছে। তারই অংশ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এভাবে প্রত্যন্ত অঞ্চল থেকেও ছেলে-মেয়েরা তাদের প্রতিভার মাধ্যমে উঠে এসে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।

টুর্নামেন্টে ৮টি উপজেলা ও কক্সবাজার পৌরসভার অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাসহ ৯টি টিম অংশগ্রহণ করছে।

উদ্বোধনী টুর্নামেন্টে উখিয়া উপজেলা টিমকে ১-০ গোলে পরাজিত করে মহেশখালী টিম জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মহেশখালী টিমের ১০ নং জার্সি ধারী সুমাইয়া।

নক আইট পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। এতে মীল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোবাশ্বেরা এবং কামরুল হাসান।

এতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা রেফারীজ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবুল কাসেম, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, টুর্নামেন্ট সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন