২৮ অক্টোবর ২০২৫

উদ্বোধন হলো কিষোয়ান স্পোর্টিং ক্লাবের অনুশীলন ক্যাম্প

বাংলাধারা প্রতিবেদক »

স্বনামধন্য ক্রীড়া সংগঠন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) নগরীর নাসিরাবাদ এলাকায় একটি মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আরফাতুল ইসলাম।

ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম সিআইপির সভাপতিত্বে এবং শাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনফুল কিষোয়ান গ্রুপ এবং সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব সিআইপি বলেন,তথ্য প্রযুক্তির এই যুগে খেলাধুলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমান সরকার শুধু ফুটবল নয়, প্রতিটি খেলার প্রতি গুরুত্ব দিয়েছে। দেশব্যাপী খেলোয়াড় তৈরীর লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে তৃর্ণমুল পর্যায়ে বিভিন্ন খেলার উপর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে।

উদ্বোধনী বক্তব্যে আরফাতুল ইসলাম বলেন, খেলোয়াড়দের মাধ্যমে অতি সহজেই দেশকে বিশ্বে পরিচয় করানো যায়। তাই প্রতিটি খেলোয়াড়ের প্রতি আহবান রাখবো শুধু খেলা নয়, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ’র সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আনম ওয়াহিদ দুলাল, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান বুলবুল, জিসি ত্রি পাঠি, কিষোয়ান গ্রুপের সিইও মহিউদ্দীন মামশাদ, বনফুল কোম্পানীর জিএম আমানুল আলম, জিএম কফিল উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন