৫ নভেম্বর ২০২৫

উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম চিটাগাং উইমেন চেম্বার

ইয়াসির রাফা »

আগামীকাল (১৯ নভেম্বর) নারী উদ্যোক্তা দিবস। আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারে নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সত্যি বলতে পুরো ব্যবসায় যিনি সম্পূর্ণ ঝুঁকি নেন তিনিই উদ্যোক্তা। ২০১৪ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে দেশে দেশে এই দিবস উদ্‌যাপিত হয়। বাংলাদেশেও হয় নানা আয়োজন।

নানা প্রতিকূলতার মধ্যে বাংলাদেশেও ধীরে ধীরে নারী উদ্যোক্তাদের দিগন্ত প্রসারিত হচ্ছে। প্রচলিত উদ্যোগের পাশাপাশি চ্যালেঞ্জিং উদ্যোগেও নেমে পড়ছেন আমাদের নারী উদ্যোক্তারা। পুরো বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরেছেন এমন অনেক নারীই আছেন। বাংলাদেশের ঘরে ঘরে এরকম অনেক নারী উদ্যোক্তা আছেন যারা নিজে কিছু করতে চান। কিন্তু তারা পুরো দেশের সবার সামনে স্বীকৃতি না পেলেও নিজেদের ছোট দুনিয়াতে তারা অনেক সফল। আর চট্টগ্রামে এই উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম করে দিচ্ছে চিটাগাং উইমেন চেম্বার। যেখানে নারীদের প্রতিনিয়ত আত্মনির্ভরশীল করে তোলা হচ্ছে।


চিটাগাং উইমেন চেম্বারের সদস্য সাবিহা নাহার বেগম ও
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী হাসিনা মহিউদ্দিনসহ নারী উদ্যোক্তারা

চট্টগ্রামের অসংখ্য নারী এখন উইমেন চেম্বারের সহযোগিতায় উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলছেন। প্রায় ১৯ বছর আগে ৩০ উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি এখন দেড় হাজার উদ্যোক্তার সংগঠনে পরিণত হয়েছে। প্রতি মাসেই কোনো না কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বছর শেষে যুক্ত হচ্ছেন নতুন নারী উদ্যোক্তা।

জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত চিটাগাং উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন ২০০৩ সালে এসে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) হিসেবে যাত্রা শুরু করে। যার প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী।


প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী

এ প্রসঙ্গে কথা হলে মনোয়ারা হাকিম আলী বলেন, উদ্যোক্তা হতে চান এমন নারীদের একটি প্ল্যাটফর্মে আনতে এই সংগঠন করার উদ্যোগ নিয়েছিলাম। শুরু থেকে এখন পর্যন্ত নারীদের প্রশিক্ষণ দেওয়া, ব্যাংক থেকে অর্থায়ন পেতে সহযোগিতা করা, পণ্যের বাজারজাতকরণসহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে এই সংগঠন থেকে। নারীরাও অনেকেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘দুই দশক আগে নারী উদ্যোক্তাদের কোনো স্বীকৃতি ছিল না। কেউ উদ্যোক্তা হতে চাইলে সহযোগিতা করার মতো কোনো সংগঠনও ছিল না। ফলে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকলেও অনেকে হারিয়ে যেতেন।

উইমেন চেম্বারের নেত্রীরা জানান, চৌধুরী জুবাইরা সাকী, কাজী তুহিনা, বেবী হাসান, সিতারা রহমান, আয়েশা ফারাহ্ চৌধুরী, মূনাল মাহবুব, রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, নাসরিন সরোয়ার মেঘলা, মোস্তারী মোরশেদ স্মৃতি, শারমিন আক্তার, নিচু নাগ, নুজহাত নূয়েরী কৃষ্টির মতো অনেকেই উইমেন চেম্বার থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে সফল উদ্যোক্তা হয়েছেন।

বিশ্বজুড়ের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে এক মাসের আন্তর্জাতিক মেলা।

গত ১ নভেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে ইন্টারন্যাশনাল উইমেন্স এসএমই এক্সপোর ত্রয়োদশ আসরের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

প্রতিবারের মতো চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ আয়োজিত এই মেলায় থাকছে নারী উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী।

চিটাগাং উইমেন চেম্বারের নেত্রীরা মনে করেন, নানা প্রতিকূলতা পেরিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং অবদান দিন দিন বাড়ছে। আজ নারী ঘরের বাইরে বেরোচ্ছে, নানা প্রতিযোগিতামূলক কাজে অংশ নিচ্ছে পুরুষের পাশাপাশি সমান তালেই। নারী আজ শুধু চাকরিই নয়, উদ্যোগী হচ্ছে নানা স্বাধীন ব্যবসায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ