২৪ অক্টোবর ২০২৫

উপসচিব পদে পদোন্নতিতে সকল কোটার অবসানের দাবি

অন্তর্বর্তী

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবি ও উপসচিব পদে সকল কোটার অবসানের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আজ বৃহস্পতিবার নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপসচিব পদে পদোন্নতিতে সকল কোটার অবসানের দাবি জানান তাঁরা।

এদিন সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, সাধারণ শিক্ষা ক্যাডার এসোসিয়েশন; আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, কৃষি; আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, পরিসংখ্যান; আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, মৎস্য; আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনসহ অন্তত ৭-৮টি খাতের ক্যাডাররা অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখানে সকলেই মেধারভিত্তিতে বিসিএস দিয়ে বিভিন্ন সেক্টরের দায়িত্ব পালন করছেন। সকলেরই উপসচিব পদে পদন্নোতিতে সকল ক্যাডারকে সমান অধিকার দিতে হবে। শুধু প্রশাসন ক্যাডারদের সবক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া এক ধরনের বৈষম্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক মো. আরিফুল আনোয়ার খান প্রমুখ।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক মো. আরিফুল আনোয়ার খান বলেন, বৈষম্যমুক্ত সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে পেশাভিত্তিক মন্ত্রণালয় করতে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সকল ক্যাডারদের উপসচিব পদে সমান সুযোগ দিতে হবে। মেধারভিত্তিতে চাকরিতে এসে পরে কোটায় পদোন্নতিতে সুযোগ পাওয়ার বৈষম্য দূর করতে হবে।

বর্তমানে প্রশাসন ছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব হতে পারেন। এই পদে পদোন্নতির বিষয়ে কোটা নিয়ে উচ্চ আদালতের একটি রায়ও আছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়া হয়।

এখন সরকার গঠিত জনপ্রশাসন প্রশাসন সংস্কার কমিশন এই উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

একই সঙ্গে কমিশন শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা করার সুপারিশ করতে যাচ্ছে। বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদের পাশাপাশি আন্তক্যাডার দ্বন্দ্বও প্রকাশ্যে রূপ নিয়েছে।

আরও পড়ুন