২৫ অক্টোবর ২০২৫

উপসর্গ নেই, তবুও করোনা আক্রান্ত কক্সবাজারের ডিসি

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন। তবে করোনার কোন উপসর্গ নেই তার শরীরে। রবিবার (১৬ জানুয়ারি) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। 

জেলা প্রশাসন থেকে জানা গেছে, আগামী ১৮ থেকে ২০ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ডিসি সম্মেলনে যোগ দিতেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিলো। সে জন্য শনিবার পরীক্ষার জন্য নমুনা দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এরপর রবিবার তিনি যথারীতি দুপুর ২ টা পর্যন্ত অফিসও করেন। এরপর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসলে তিনি তাঁর বাসভবনে চলে যান। তিনি সেখানে আইসোলশনে থাকবে বলে জানা গেছে।

এদিকে, স্বশরীরে যেতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে দেশের মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসি সম্মেলনে যুক্ত থাকবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। যদি প্রয়োজন হলে জেলা প্রশাসকের দুজন কর্মকর্তা উপ-পরিচালক স্থানীয় সরকার শ্রাবস্তী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে ডিসি সম্মেলনে পাঠানো হবে। তাদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ বলেন, জেলা প্রশাসক করোনা আক্রান্ত, তবে সুস্থ আছেন। তিনি তার বাসভবনে বিশ্রামে রয়েছেন। 

বাংলাধারা/এফএস

আরও পড়ুন