বাংলাধারা প্রতিবেদন »
সব্যসাচী তরুণ লেখক তানভীর হাসান বিপ্লবের নতুন কবিতাগ্রন্থ ‘প্রিয় হাইকু’র মোড়ক উম্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত’র কার্যালয়ে এ কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অক্ষরবৃত্ত প্রকাশনার প্রকাশক আনিস সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি ও গল্পকার আলী আসকর, শিশুসাহিত্যিক ড. সৌরভ শাখাওয়াত, কবি ও প্রাবন্ধিক সাইমন নজরুল, কবি ও গল্পকার সাইফুল্লা কাইসার, সাংবাদিক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, কবি ও শিক্ষক বিভা ইন্দু, কবি সারোয়ার আরমান, চিত্রশিল্পী সাইফুল্লা, কবি আকবর, ঝিলমিল প্রকাশনের প্রকাশক কাজী জোহেব, গল্পকার ফারজানা ফাইজাসহ আরও অনেকে।
এইসময় আরও উপস্থিত ছিলেন, ফ্যাশন ডিজাইনার সেলিনা আক্তার, আইটি বিশেষজ্ঞ সায়েদ ফুয়াদ, নোমানসহ আরও অনেকে।
‘প্রিয় হাইকু’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন শেষে কেক কেটে গ্রন্থটির লেখক তানভীর হাসান বিপ্লবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













