৩১ অক্টোবর ২০২৫

উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মিষ্টি-রসমালাই বিক্রি: ফুলকলিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনাকালে ফুলকলি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মিষ্টি ও রসমালাইয়ের গায়ে  উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখযুক্ত স্টিকার না লাগানোর কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে পৌণে ২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী পৌরসভার বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনাকালে ফুলকলি মিষ্টির দোকানে গিয়ে দেখি দুই কেজি মিষ্টির প্যাকেটের মূল্য ২১ টাকা। রসমালাইয়ের গায়ে কোনো উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ নাই। কোনো কোনো মিষ্টি গতকাল শো রুমে এসে পৌছলেও আজ পর্যন্ত উৎপাদন এবং মেয়াদের স্টিকার লাগানো হয় নাই।

তিনি বলেন, রসমালাই তে মেয়াদ এবং উৎপাদনের তারিখ নাই কেন? এই প্রশ্নের উত্তরে তারা বলেন, কোম্পানি থেকে স্টিকার আলাদা এসেছে কিন্তু লাগাতে ভুলে গেছেন। পুনরায় জিজ্ঞেস করি,আলাদা স্টিকার ই দেখান। তারা ৩৩ বক্স উৎপাদন এবং মেয়াদের লেভেল বিহীন রসমালাই দেখাতে পারলেও স্টিকার দেখাতে পারেন নাই। এসময়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন