কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের ‘মোহাম্মদীয়া গেস্ট হাউজ’ থেকে দুই বছরের এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে অপহরণকারী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলো— বরিশালের হিজলা উপজেলার উসমান মঞ্জিল ইউপির মো. কেরামত আলীর মেয়ে কেয়া (২০) ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা সদরের কবুতর খোলা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে ছুফুয়ান খান রাহাত (২৪)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
আটকদের বরাত দিয়ে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন বলেন, ‘২০২০ সালে কেয়া এবং ছুফুয়ান বিয়ে করে। তখন ছুফুয়ান ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। কিন্তু ৮ মাস আগে তার চাকরি চলে যায়। বেকার অবস্থায় ধারদেনা করে সংসার চালাতে থাকে। এর মধ্যে তাদের ২০ হাজার টাকার ঋণ গত ১০ আগস্ট পরিশোধ করার কথা ছিল।’
‘ওই ঋণ পরিশোধ করতেই ১০ আগস্ট কেয়া তার মামার বাড়ি থেকে কৌশলে তার দুই বছরের মামাত বোনকে অপহরণ করে স্বামী ছুফুয়ানসহ কক্সবাজারে আসে। উঠেন মোহাম্মদীয়া গেস্ট হাউজে। তারপরে ভিকটিমের পরিবারে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে ভিকটিমের পরিবার ঢাকার দক্ষিণখান থানায় কেয়া ও তার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে ভিকটিমের পরিবারের দেয়া তথ্যে আমরা অভিযানটি চালিয়ে শিশুকে উদ্ধার ও স্বামী-স্ত্রীকে গ্রেফতার করি।’
সহকারি পরিচালক আরও বলেন, ‘ভিকটিম শিশুকে পরিবারের কাছে দেয়া হয়েছে।’
এছাড়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।













