মো. তৈয়বুর রহমান (১৮) নামে এক যুবক বৃহস্পতিবার (১০ মে) রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশে ঢাকাগামী গ্রিনলাইন গাড়িতে উঠে এবং চট্টগ্রাম শেরশাহ মোড়ে স্বাভাবিক ভাবেই পৌঁছেন। সেখানেই তার সাথে মোবাইলে শেষ যোগাযোগ হয় পরিবারের সাথে। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পরনে ছিল একটি কালো শার্ট।
যদি কেউ তাকে দেখে থাকেন যোগাযোগ করুন নিচের নম্বরগুলোতে- ০১৫৮০৮৩২১৫৫, ০১৬১০১২৬৪৭৫। বিজ্ঞপ্তি













