২৯ অক্টোবর ২০২৫

একনজরে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪’র সূচি

কোপা আমেরিকার মহারণ শুরু হতে বাকি আরও কয়েক মাস। তবে এরইমাঝে শুরু হয়েছে আঞ্চলিক এই টুর্নামেন্টের হিসেব-নিকেশ। টুর্নামেন্ট শুরুর আগে আজ শুক্রবার মায়ামিতে হয়ে গেল ড্র-এর আয়োজন। জানা গেল এবারের টুর্নামেন্টের রূপরেখা। একইসঙ্গে নির্ধারিত হয়েছে ফিক্সচার।

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছেনা ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

ঘোষিত ফিক্সচার অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে-অফ পেরিয়ে আসা একটি দল। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।

গ্রুপ ‘এ’ ফিক্সচার

অংশগ্রহণকারী দল: আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)

তারিখম্যাচভেন্যু
২০ জুন, ২০২৪আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ীমার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম
২১ জুন, ২০২৪পেরু বনাম চিলি এটিএন্ডটি স্টেডিয়াম
২৫ জুন, ২০২৪ চিলি বনাম আর্জেন্টনা মেটলাইফ স্টেডিয়াম
২৫ জুন, ২০২৪ পেরু বনাম প্লে-অফ বিজয়ী চিলড্রেন’স মার্সি পার্ক
২৯ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু হার্ড রক স্টেডিয়াম
২৯ জুন, ২০২৪ প্লে-অফ বিজয়ী বনাম চিলি এক্সপ্লোরিয়া স্টেডিয়াম

 

*এই গ্রুপে প্লে অফ থেকে যোগ দেবে কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগো

গ্রুপ ‘বি’ ফিক্সচার

অংশগ্রহণকারী দল: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা

তারিখম্যাচভেন্যু
২২ জুন, ২০২৪মেক্সিকো বনাম জ্যামাইকাএনআরজি স্টেডিয়াম
২২ জুন, ২০২৪ইকুয়েডর বনাম ভেনিজুয়েলালিভাই’স স্টেডিয়াম
২৬ জুন, ২০২৪ ইকুয়েডর বনাম জ্যামাইকাঅ্যালিজায়ান্ট স্টেডিয়াম
২৬ জুন, ২০২৪ভেনিজুয়েলা বনাম মেক্সিকোসোফি স্টেডিয়াম
৩০ জুন, ২০২৪জ্যামাইকা বনাম ভেনিজুয়েলাকিউটু স্টেডিয়াম
৩০ জুন, ২০২৪মেক্সিকো বনাম ইকুয়েডর স্টেট ফার্ম স্টেডিয়াম

 

গ্রুপ ‘সি’ ফিক্সচার

অংশগ্রহণকারী দল: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

তারিখম্যাচভেন্যু
২৩ জুন, ২০২৪ যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়াএটিএন্ডটি স্টেডিয়াম
২৩ জুন, ২০২৪উরুগুয়ে বনাম পানামাহার্ড রক স্টেডিয়াম
২৭ জুন, ২০২৪উরুগুয়ে বনাম বলিভিয়ামেটলাইফ স্টেডিয়াম
২৭ জুন, ২০২৪পানামা বনাম যুক্তরাষ্ট্রমার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম
১ জুলাই, ২০২৪বলিভিয়া বনাম পানামাএক্সপ্লোরিয়া স্টেডিয়াম
১ জুলাই, ২০২৪ যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়েঅ্যারোহেড স্টেডিয়াম

 

গ্রুপ ‘ডি’ ফিক্সচার

অংশগ্রহণকারী দল: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।

তারিখম্যাচভেন্যু
২৪ জুন, ২০২৪ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ীসোফি স্টেডিয়াম
২৪ জুন, ২০২৪কলম্বিয়া বনাম প্যারাগুয়েএনআরজি স্টেডিয়াম
২৮ জুন, ২০২৪ কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ীস্টেটফার্ম স্টেডিয়াম
২৮ জুন, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিলঅ্যালিজায়ান্ট স্টেডিয়াম
২ জুলাই, ২০২৪প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়েকিউটু স্টেডিয়াম
২ জুলাই, ২০২৪ব্রাজিল বনাম কলম্বিয়ালিভাই’স স্টেডিয়াম

*এই গ্রুপে প্লে-অফ থেকে যুক্ত হবে কোস্টারিকা অথবা হন্ডুরাস। 

কোয়ার্টার ফাইনালের সূচি 

তারিখম্যাচভেন্যু
৪ জুলাই, ২০২৪ গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ এনআরজি স্টেডিয়াম
৫ জুলাই, ২০২৪ গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ এটিএন্ডটি স্টেডিয়াম
৬ জুলাই ২০২৪গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপঅ্যালিজায়ান্ট স্টেডিয়াম
৬ জুলাই ২০২৪গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপস্টেটফার্ম স্টেডিয়াম

সেমিফাইনাল 

তারিখম্যাচভেন্যু
৯ জুলাই, ২০২৪কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ীমেটলাইফ স্টেডিয়াম
১০ জুলাই, ২০২৪কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ীব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

তৃতীয় স্থান নির্ধারণ

তারিখম্যাচভেন্যু
১৩ জুলাই, ২০২৪সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দলব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

ফাইনাল 

তারিখম্যাচভেন্যু
১৪ জুলাই, ২০২৪সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ীহার্ড রক স্টেডিয়াম

আরও পড়ুন