হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অস্ত্রসহ মো. হাসান (৪৫) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পুরাতন এক নলা বন্দুক উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের দক্ষিণ বুড়িশ্চর এলাকার জসিমের কলোনীর জসিমের খোলা অফিস কক্ষে থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান রাঙ্গুনিয়া উপজেলার ৪ নম্বর ইউনিয়নের মরিযম নগরের আমিন কুলাল পাড়া এলাকার গুরা মিয়া সওদাগর বাড়ীর মৃত আবদুল হাকিমের পুত্র। বর্তমানে তিনি চান্দগাঁও এলাকার কাজীর হাট লায়লী সেন্টার এর পিছনে সমশুর বিল্ডিংয়ে ভাড়ায় থাকেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার( ওসি) রুহুল আমিন সবুজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।













