৩০ অক্টোবর ২০২৫

একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে

বাংলাধারা প্রতিবেদন »  

হারের বৃত্ত থেকে বের হতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  শুরু হয়েছে ম্যাচটি।  টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে।

তাদের বিপক্ষে শেষ ৫ টেস্টের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠে শেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হারের লজ্জা রয়েছে টাইগারদের। এবারের টেস্ট স্কোয়াডে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে না থাকলেও এই ম্যাচে ফিরছেন মুশফিকুর রহীম। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। দুই পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়েই মাঠে নেমেছে  টাইগাররা। স্কোয়াডে থাকলেও একাদশের বাইরে রয়েছেন মুস্তাফিজ।

টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের করুণ অবস্থা। দলের ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। বোলিং আক্রমণও যথেষ্ট ঘাটতি আছে। শেষ ছয় টেস্টের সবগুলোতেই হেরেছে মুমিনুল-তামিমরা। এর মধ্যে ৫টিতে হেরেছে ইনিংস ব্যবধানে হার। তাই এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে জিম্বাবুয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে টাইগাররা।

এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে দুই দল তিন ফরম্যাট মিলিয়ে ৯৯ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে তিন ম্যাচ। কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই ।

বাংলাদেশে একাদশ :- তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ:- ক্রেইগ আরভিন (অধিনায়ক), প্রিন্স মাসাভুরে, কেভিন কাসুজা, ব্রেন্ডন টেইলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনদোভু ও চার্লটন টিসুমা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন