২৪ অক্টোবর ২০২৫

একমাস পর বিএম ডিপোতে মিলল মাথার খুলি-পোড়া হাড়গোড়

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের একমাস পর সেখান থেকে মানুষের মরদেহের খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ জুলাই) দুপুরে ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুরে বিধ্বস্ত শেডের ধ্বংসস্তূপ সরানোর কাছ করছিলেন ডিপো কর্মীরা। সেসময় তারা মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আজ দুপুরে বিএম কনটেইনার ডিপোর বিধ্বস্ত শেডের ভেতরের ধ্বংসস্তূপ সরানোর কাছ করছিলেন ডিপো কর্মীরা। সেসময় তারা মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পেয়ে ডিপো কর্তৃপক্ষকে জানায়। ডিপো কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবহিত করলে আমরা সেখানে যাই। এরপর হাড়গোড়গুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই।’

উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে সীতাকুণ্ডে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার ঘণ্টা দুয়েকের মাথায় ডিপোতে থাকা রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রায় ৮৪ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ জন সদস্যসহ ৫১ জন মারা যান। এ ঘটনায় প্রায় ২৫০ জন আহত হন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন