চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের বিকল হওয়া ট্রান্সফর্মার দীর্ঘ প্রায় এক মাস পর সচল হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নতুন সংযোজিত এ ট্রান্সফরমারটি উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ডেপুটি জোনাল ম্যানেজার মো. মাসুদসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনের টিকে পাওয়ার গ্রীডের ১৩২/৩৩ কেবি পাওয়ার ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে পড়লে বিদ্যুৎ ভোগান্তিতে পড়ে বোয়ালখালীবাসী।
এখন থেকে বোয়ালখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
জানা গেছে গত ১ আগস্ট সকালে বোয়ালখালী উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইনের টিকে পাওয়ার গ্রীডের ১৩২/৩৩ কেবি পাওয়ার ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে সাথে সাথেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো বোয়ালখালী এলাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ ব্যবস্থায় পটিয়া শিকলবাহা গ্রীড থেকে কিছু–কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করলেও বেশিরভাগ এলাকা ছিল অন্ধকারে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় উপজেলার বাসিন্দাদের।
এ সময় ২/৩ মাস আগে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে আশংকা করা হলেও অবশেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ এক মাস পর এখানে নতুন একটি ট্রান্সফরমার সংযোজন করে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। ফলে এখন থেকে পুরো উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।













