২৪ অক্টোবর ২০২৫

একাধিক দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের আমীর

বাংলাধারা ডেস্ক »

একাধিক দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

সোমবার (৫ জুলাই) রাত ৮টা ৩৭ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায় প্রবেশ করেন বাবুনগরী।

জানা যায়, বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় যান। সাক্ষাতে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতা কর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন