২৩ অক্টোবর ২০২৫

একুশের বইমেলা নাকি গান-নাচের মেলা? বিক্রিতে ধস, ক্ষতির মুখে প্রকাশকরা

চট্টগ্রামের একুশের বইমেলায় আজ একুশের দিনে মানুষের ভিড় থাকলেও বই বিক্রিতে দেখা গেছে বিপরীত চিত্র। আগত দর্শনার্থীদের অধিকাংশই শুধু ঘুরে বেড়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন। কিন্তু বই কেনার আগ্রহ দেখা যাচ্ছে না। প্রকাশকরা বলছেন, এ বছর বিক্রি এতটাই কম যে তারা লাভ তো দূরের কথা, লোকসানের শঙ্কায় আছেন।

দাড়ি কমা প্রকাশনীর কর্মকর্তা মেহেদী জানান, “গত বছর আমাদের স্টলে প্রায় ৪ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, অথচ এবার এখন পর্যন্ত মাত্র ১ লাখ টাকার মতো বিক্রি হয়েছে। আজকের দিনে, যেখানে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কথা, সেখানে আমরা মাত্র ১৫ হাজার টাকার বই বিক্রি করেছি!”

অনেকে এই অবস্থার জন্য বইমেলার অব্যবস্থাপনাকে দায়ী করছেন। বইমেলা হয়ে উঠেছে যেন গানের মেলা। একুশে ফেব্রুয়ারির মতো গম্ভীর ও আবেগঘন দিনে বইপ্রেমীরা বইয়ের আলোচনা, সাহিত্য আড্ডা ও প্রাসঙ্গিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রত্যাশা করলেও মেলায় চলছে আধুনিক ও আঞ্চলিক গানের সরব আয়োজন।

মোস্তফা হায়দার নামে একজন সাহিত্যপ্রেমী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা বইমেলা না, যেন কোনো বিনোদন মেলা! বই কেনার পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমন থাকলে আগামীতে মানুষ বইমেলা আসবে কেন?”

প্রকাশকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে বইমেলার মূল উদ্দেশ্যই হারিয়ে যাবে, আর বই বিক্রির পরিবর্তে এটি শুধু বিনোদনের এক কেন্দ্র হয়ে উঠবে। পাঠকদের আকৃষ্ট করতে এবং বই বিক্রির পরিবেশ তৈরি করতে আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রশ্ন থেকে যায়, একুশের বইমেলা কি বইপ্রেমীদের জন্য, নাকি গান ও বিনোদনের জন্য?

 

আরও পড়ুন