বাংলাধারা প্রতিবেদন »
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে সামাজিক সংগঠন “মুজিব তরী” উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (২১শে ফেব্রুয়ারি) নগরীর ১৩ নং ওয়ার্ড এর আওতাধীন হলিক্রিসেন্ট, রেলগেট, বিজিএমইএ ভবন এর সামনে, ওয়ার্লেস মোড়, ফয়েজ লেক লেইন সংলগ্ন লাল পাহাড় এলাকায় দুস্থ পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির, ছাত্রলীগ নেতা সৈয়দ তুহিন, আসিফ আহমেদ, মহিউদ্দিন আলিফ, শিমুল আশরাফ, মারুফ কবির শিহাব, মেহেরুন্নেসা প্রিয়া, সীমা রানী দাশ, মো. সাকিব, সাকিফ রিজওয়ান সামী, শোভান আলম চৌধুরী জয়, মো. সুমন , মো. ফয়সাল, শেখ সাদি সহ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর













