কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল মদসহ ৫০ কেজি সুতার জাল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৬ মে) ভোর রাতে দমদমিয়া ও হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফনদী সাঁতরে পালিয়েছে মাদক কারবারিরা।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যে খবর আসে মিয়ানমার হতে বাংলাদেশের দমদমিয়া ও হোয়াইক্যং এলাকা দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করতে পারে। এমন সংবাদে বিজিবি সদস্যরা উভয় এলাকায় সতর্ক অবস্থান নেয়।
বৃহস্পতিবার ভোররাতে দমদমিয়া জালিয়াদ্বীপ নাফ নদী এলাকায় বিজিবি টহল দল দেখতে পায়, একটি নৌকা বাংলাদেশ সীমানায় আসতে। বিজিবির উপস্থিতি চোরাকারবারিরা অনুমান করতে পেরে নৌকা থেকে লাফ দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে বিজিবি’র টহল দল নৌকা তল্লাশি করে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০কেজি সুতার জালসহ নৌকা জব্দ করে।
অন্যদিকে, হোয়াইক্যং বিওপি’র বিজিবি সদস্যরা হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকা থেকে ১১৮ বোতল মদ উদ্ধার করে।এসময় চোরাকারবারিরা একই কায়দায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও জানান,উদ্ধারকৃত সুতার জাল ও নৌকা হ্নীলা শুল্ক গুদামে জমা দেয়া হয়।এবং ক্রিস্টাল মেথ আইসগুলো ব্যাটালিয়ন সদরের গোডাউনে রাখা হয়েছে।













