চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে সিটি কর্পোরেশনের সহায়তায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার বাজার কর্মসূচির আয়োজন করেছে। যেখানে এক টাকার কয়েন জমা নিয়ে২০ টাকার কুপন দেওয়া হয়।
সোমবার ( ১০ মার্চ) এই কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ বাজারে ৪ টাকায় সয়াবিন তেল , ১টাকায় চাল ,২টাকায় ছোলা বিক্রি হচ্ছে। সয়াবিন তেল লিটার ৪ টাকা,ডিমের ডজন ২ টাকা,আটা ১ টাকা, মশুর ডাল কেজি ৩ টাকা, বারবিকিউ চানাচুর ১ টাকা আস্ত মুরগি ৬ টাকা, পাঙ্গাশ মাছ প্রতিটি ৬ টাকা। ফ্রি দেওয়া হচ্ছে স্যানিটারি প্যাড।
মেয়র বলেন ,১ টাকায় বাজারের মাধ্যমে অনেকে রোজা রাখার সুযোগ পাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে নিত্যপণ্য কিনতে পারছে না। তারা এ বাজারে স্বস্তি পাবে।
বিদ্যানন্দের জামাল উদ্দিন বলেন, উদ্বোধনী দিন ৫০০ পরিবার ১ টাকায় পছন্দের রোজার বাজার কিনতে পারবেন।এ বছর ৫ হাজার পরিবারকে ১ টাকায় রোজার বাজারের সুবিধা দেওয়া হচ্ছে
এআরই/এনএস/বাংলাধারা