২৪ অক্টোবর ২০২৫

এক থাকলে সব সংকট উত্তরণ সম্ভব- সাগুফতা বুশরা

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা বলেছেন, গণ–অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে নানা বিষয়ে মতভিন্নতা থাকলেও জাতির স্বার্থে, মানুষের অধিকারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই আন্দোলনের মতো সবাই এক থাকলে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটগুলো থেকে উত্তরণ সম্ভব।

২৬ মার্চ বুধবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংগঠনের যুগ্ম সদস্য সচিব সানাউল্লাহ মির্জার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, রিয়াজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলার আহ্বায়ক জুবায়ের হোসেন, প্রান্ত বড়ুয়া, ফাতেমাহ খানম লিজা, আব্দুর রহমান, রিদুয়ান সিদ্দিকি।

বিএনপির পক্ষ থেকে ছিলেন ফারহাদ উদ্দীন সোহাগ, এম এ মহিউদ্দিন, নুরুল ইসলাম মেম্বার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন কর্ণফুলী উপজেলা আমীর মুনির আবছার প্রমুখ।

এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি একতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন