চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী দুটি যাত্রীবাহী বাস একটি অপরটির ধাক্কায় সড়কের পাশে বিলে পড়ে যায়। কিন্তু এ ঘটনায় আহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দুই বাস এভার গ্ৰিন ও ইম্পেরিয়াল এক্সপ্রেস যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাস দুটি পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় পৌঁছালে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচকে পিছন দিক থেকে ধাক্কা এভার গ্ৰিন বাস। এতে ইম্পেরিয়াল বাসটি সড়কের পাশে বিলে পড়ে যায়। এ সময় ওই বাসে থাকা কেউ গুরুতর আহত হয়নি। পরবর্তীতে হাইওয়ে পুলিশ উক্ত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নেয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি গণমাধ্যমকে জানান, ‘এ দুর্ঘটনায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি।’
এআরই/এনএস/বাংলাধারা