২৩ অক্টোবর ২০২৫

এক মাসেই সর্বোচ্চ আসামি গ্রেফতার, শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন আনোয়ারা থানা

চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন।

সোমবার (২৬ মে) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে ওসি মনির হোসেনকে এ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

গত এপ্রিল মাসে আনোয়ারা থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি মনিরের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। গত এক মাসে চুরি, ডাকাতি, দাঙ্গা, হামলাসহ বিভিন্ন মামলায় প্রায় অর্ধশতাধিক আসামি গ্রেফতার করে থানা পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন আনোয়ারা থানা।

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে ওসি মনির হোসেন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আনোয়ারা থানার প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আরও পড়ুন