২৫ অক্টোবর ২০২৫

এক মাস পর মৃত্যুহীন দিন দেখলো চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদন »  

প্রায় এক মাস পর বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোনো আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি। চট্টগ্রামে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। তারমধ্যে নগরীতে ১৩৬ জন ও উপজেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রামে ২৬৩ জনের কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি, বেসরকারি ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ১ হাজার ৩২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৬৬৮ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৫ জন এবং কোনো রোগীর মৃত্যু হয়নি।

তিনি আরও বলেন, চট্টগ্রামে আক্রান্তের হারও কিছুটা কমছে বলে ধারণা করছি। আগে মোট পরীক্ষার ২৮-৩০ শতাংশ পজিটিভ রোগী পাওয়া যেত। গত কয়দিন সে হার ১৯-২১ শতাংশে নেমে এসেছে।

গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর পর থেকেই ধীরে ধীরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নানাভাবে করোনা মোকাবেলায় সহযোগিতা করে আসছেন। তাদের এই সহযোগিতা চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমার ক্ষেত্রে উল্লেখযোগ্য আবদান রাখছে বলে মনে করছেন স্বাস্হ্য বিশেষজ্ঞরা। সকলের আন্তরিকতা আর স্বাস্হ্য সচেতনতা জোরালোভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হলে করোনা অতি দ্রুত রুখে দেয়া সম্ভব বলে মনে করছেন তারা।

বাংলাধারা/এফএস/টিএম  

আরও পড়ুন