২৩ অক্টোবর ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৬ উইকেটে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৫৭ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল লিটন দাসের দল। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন মিলে ৪৪ রান যোগ করেন। তবে ইমন ৭ বলে ৮ রান করে ফিরতেই শুরু হয় উইকেট পতনের মিছিল।

তানজিদ তামিম ১৯ বলে করেন ৩৩ রান। এরপর একে একে ফেরেন লিটন দাস (৬), তাওহীদ হৃদয় (৫), জাকির আলী (০) ও শামীম হোসেন (৭)।

একপর্যায়ে ৮০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে এরপর কিছুটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। তাদের অষ্টম উইকেট জুটিতে আসে ২৫ বলে ৩৩ রান। এরপর হাছান মাহমুদ ও তানজিম সাকিব নবম উইকেটে ২৯ বলে যোগ করেন ৩৪ রান।

তবুও লক্ষ্য থেকে অনেক দূরে থেকে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে দ্বিতীয় ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন