বাংলাধারা ডেস্ক »
সিলেটে বন্যার্তদের ত্রাণ দিয়েছে দেশের অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন ‘আযহারী সাইবার টিম বাংলাদেশে’। সংগঠনটি বন্যায় কবলিত ১ হাজার পরিবারকে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী বলেন, ‘এদেশ সকলের, এদেশে একজনের বিপদে অপরজন এগিয়ে আসার সংস্কৃতি বহু বছরের। সিলেটে বন্যায় কবলিত এলাকার মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে, যা একজন মুসলিম দেখে সহযোগিতা না করে ঘরে বসে থাকতে পারে না।’ তাই তাদের সাহায্যার্থে বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এখনও অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে যেখানে মানুষ গৃহবন্দি হয়ে আছে। সে সকল জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি সে সকল জায়গাতেও ত্রাণ পৌঁছানোর। ত্রাণ বিতরনে আযাহারী সাইবার টিমের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আযাহারী সাইবার টিম সিলেটে গত মে মাসেও বন্যা কবলিতে এলাকাগুলোতেও লক্ষাধিক টাকার ত্রাণ বিতরন করেছিল। বিজ্ঞপ্তি













