বাংলাধারা প্রতিবেদন »
এতিমদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-যুব ঐক্য পরিষদ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড চট্রগ্রাম মহানগর এর উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় যুবনেতা মো. সাজ্জাদ আলী’র ব্যবস্হাপনায় আমানত শাহ দরগাহ প্রাঙ্গণে তানজিমুল মুসলীমিন এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো মহামারি করোনার প্রভাবে এই পবিত্র রমজান মাসে যে যার জায়গা থেকে এইসব এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় তিনি করোনা রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবর রহমান, নরুল আনোয়ার, সনত বড়ুয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাধারন সম্পাদকের মধ্যে আতিকুল্লাহ, সাবেক ছাত্রনেতা আবু নাসের চৌধুরী আজাদ, ৮নং শুলোকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, মো. হাসান এডভোকেট সৈয়দ রবি, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মো. সাহেদ, মহানগর ছাত্রলীগ নেতা কায়ছার আহমেদ রাজু, মো. রাকিবুল হূদা।
বাংলাধারা/এফএস/এআর













