৩ নভেম্বর ২০২৫

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

এতিম শিশুদের সাথে কেক কাটলেন কর্ণফুলী উপজেলা প্রশাসন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এতিম শিশুদের সাথে কেক কেটে ইফতার করেছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।

রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলার মইজ্জ্যারটেক বোগদাদিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মাদরাসার এতিম শিশু-কিশোরদের নিয়ে কেক কেকে ইফতার করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত।

তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে।’

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার সবুর আলী, বীর মুক্তিযোদ্ধা এবং এতিমখানার পরিচালনাকারীগণ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ