৩০ অক্টোবর ২০২৫

এদেশের মানুষ আর কখনও না খেয়ে থাকবে না: শেখ হাসিনা

বাংলাধারা ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষ আর কখনও না খেয়ে থাকবে না। তারা পেটভরে খেয়ে জীবন যাপন করবে।বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন শতকরা ৮২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা মিটিয়ে সুখে শান্তিতে বসবাস করবে।  এ লক্ষ্যে তিনি দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছিলেন। কিন্তু তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি।

রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, তথ্য সচিব কামরুন নাহার প্রমুখ তাদের মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু একটি দেশের রাজধানীর উন্নয়ন হলেই চলবে না। দেশের প্রতিটি গ্রামের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিনিয়ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছি। ফলে একটি উপজেলা থেকে রাজধানী পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপন হচ্ছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগের জন্য যে ব্রিজগুলো উদ্বোধন করছি, এই ব্রিজগুলো একটি উপজেলা এবং রাজধানীর সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী এবং জেলা পর্যায়ে যোগাযোগ অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আজ যে অ্যাপসের উদ্বোধন করা হলো তা ব্যবহার করে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে তৃণমূল পর্যায়ের একজন মহিলা মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারবে। গ্রামের একজন নিঃস্ব মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে আজ বাংলাদেশের অনেক অবহেলিত নারী উপকৃত হয়েছে। তারা স্বাবলম্বী হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন