বাংলাধারা ডেস্ক »
তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতি আরও বাড়াতে শুল্ক ও বন্ড সংক্রান্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ এবং সেবাসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিকের সাথে সাক্ষাৎ করে।
এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাণিজ্যকে ত্বরান্বিত করতে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও বাড়াতে ব্যবসায় সময় ও ব্যয় সাশ্রয়ের জন্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও দ্রুততর এবং সহজতর করা জরুরি।’
বিজিএমইএ এর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, সাবেক ১ম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব, সাবেক ১ম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং সাবেক পরিচালক মো. মুনির হোসেন।
বৈঠকে ফারুক হাসান বলেন, ‘বৈশ্বিক পোশাক বাজারে তীব্র প্রতিযোগিতা বিরাজ করলেও এ বাজারে বাংলাদেশের জন্য অনেক সুযোগও রয়েছে। প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং নতুন সুযোগগুলোর সদ্ব্যবহারের জন্য সহজীকরণকৃত ব্যবসায়িক প্রক্রিয়া (Simplified business procedures) পূর্বশর্ত।’
তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে পোশাক রপ্তানিকারকদের শুল্ক ও বন্ড সংক্রান্ত সমস্যার বিষয়ে অবহিত করেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানান।
বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণে অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়েও জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান।