২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম খবর ছড়িয়ে পড়েছে।

সোমবার, ২৯ ডিসেম্বর এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানেই আসিফ মাহমুদের দলের যোগদান বিষয়টি পরিষ্কার করা হবে।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন নির্বাচনে অংশ নেয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

এর আগে ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একইসঙ্গেকুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন তার সমর্থকরা। তবে আজ, সোমবার সন্ধ্যা পর্যন্ত দুটির কোনোটিতেই মনোনয়নপত্র জমা দেয়া হয়নি।

আরও পড়ুন