২৪ অক্টোবর ২০২৫

এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৫৭তম পালাবদল অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন»

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৫৭তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মাচ) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম। তিনি বলেন, এপেক্স ক্লাব সমাজের কম ভাগ্যবানদের জন্য বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম পালন করে আসছে। সেবা, সৌহাদ্য ও সুনাগরিক সৃষ্টিতে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম বিগত ৫৭ বছওে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড রাশেদ সরওয়ার। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে এ ধরণের সংগঠনের বিকল্প নেন। এমন উদ্যোগ সমাজকে পাল্টে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর মহিউদ্দিন শাহ আলম নিপু, ডা: জবিউল হোসেন, এ আর খান, ইয়াসিন চৌধুরী, এপেক্স বাংলাদেশের আন্তর্জাতিক পরিচালক এম বেলাল হোসেন, জেলা গভর্ণর-৩ জাকির হোসেন, জাতীয় সচিব ফেরদৌস আলম সেলিম, লাইফ মেম্বার নুরুল হাসান, শফিউল আলম খোকন, একরামুল হক, জয়দেব, কামরুল হাসান রতœ, পিডিজি এরশাদুর রহমান রিটু, এপেক্সিয়ান ওসমান গণি, মোসলেহ উদ্দিন, শাহাবুদ্দিন, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ২০২০-২১ সালের সভাপতি কে এম নজরুল ইসলাম নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক জিল্লুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী সভাপতি এক বছরের কার্যক্রমের উপর তার প্রতিবেদন তুলে ধরেন এবং বোর্ড সদস্যদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালাবদল পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন মিলন, সেক্রেটারি এনায়েত উল্লাহ হাজারী, অতীত সভাপতি হাসান আহসানুল কবির সুজন, সেক্রেটারি আশরাফুল আলম ভুইয়া, এসভিপি মেজবাহ উদ্দিন খোন্দকার, জেভিপি এসএম আশরাফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাবের সেবা কার্যক্রমের অংশ হিসেবে একটি মসজিদের নিমাণ কাজে ২০ হাজার টাকার অর্থ সহায়তা দেয়া হয়। ক্লাবের নতুন সদস্য হিসেবে এপেক্সিয়ান ইমন ও জাকারিয়া চৌধুরী যুবরাজকে অন্তুভুক্ত করা হয়। অনুষ্ঠানে আসা অতিথিদের ক্লাবের পক্ষ থেকে ফুল, উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া এপেক্সিয়ান জাকারিয়া চৌধুরী যুবরাজ আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি নিবাচিত হওয়ায় তাকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

আরও পড়ুন