২৪ অক্টোবর ২০২৫

এফডিসির শাখা হচ্ছে চট্টগ্রামে

বিনোদন ডেস্ক»

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) চট্টগ্রামে শাখা স্থাপনের জন্য পাহাড়তলীতে বাংলাদেশের টেলিভিশনের নিজস্ব এক একর জায়গা এফডিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন।

চট্টগ্রামের ১০ একরের মধ্যে এক একর জমি এফডিসিকে ব্যবহারিক কাজে দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের। চলচ্চিত্রের শ্যুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এদিকে জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন