৩ ডিসেম্বর ২০২৫

এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড দুই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উদযাপন করেছে।

রবিবার সকালে আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে কেক কেটে যুগপূর্তি উৎসবের শুভ সূচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম, ব্যাংক, টেক ও বাণিজ্য প্রতিষ্ঠানের সম্পাদক, প্রকাশক, কর্মকর্তা এবং ব্যবসায়ীরা।

দ্বিতীয় ও সমাপনী দিনে কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকাল এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল।
এদিনও বিভিন্ন গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বহু অতিথি উপস্থিত ছিলেন।

এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন, “এক যুগ ধরে নিয়মিত ও কাস্টম সফটওয়্যার, ওয়েবসাইট–মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডোমেইন হোস্টিংসহ নানা আইটিইএস সেবা দিয়ে আসছি।

২০২৬ সালের মধ্যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি SME Application আনতে যাচ্ছি। বর্তমানে আমাদের সেবা গ্রহণ করছেন এক হাজারেরও বেশি গ্রাহক। ভবিষ্যতেও মানসম্মত সেবা দেওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।”

দুই দিনের এই আয়োজনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, মিডিয়া কর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ