২৫ অক্টোবর ২০২৫

এবারও বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে

বাংলাধারা প্রতিবেদন »

একাদশ জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) সংসদে বাজেট পেশ হলেও অন্য বছরের মতো প্রস্তাবিত বাজেটের পর নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি।

শনিবার (৫ জুন) সকালে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকার কাঁচা বাজার ও বিভিন্ন শপিং মলে ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজেট ঘোষণার আগেই অনেক পণ্যের দাম বেড়ে গেছে। আবার বেশির ভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীরা আরও বলেন, অনেক পণ্য আগের কেনা রয়েছে তাই বাজেটের প্রভাব বুঝতে আরো কয়েকদিন সময় লাগবে।

এ ব্যাপারে কাজীর দেউড়ি এলাকার ব্যবাসয়ী রুবেল হোসেন বলেন, বাজেটের কোনো প্রভাব আমাদের এখানকার পণ্যে পড়েনি। শুনলাম বাজেটে প্যাকেটজাত মুড়ির দাম কমেছে। মুড়ি মজুদ থাকায় এ সপ্তাহে এ পণ্যের প্রয়োজন হবে না।

তিনি বলেন, তেল, চিনি ও পেঁয়াজের দাম বাজেটের আগেই বেড়েছে। আমরা এসব পণ্য বাজেটের আগে থেকেই বেশি দামে বিক্রি করছি।

সয়াবিন লিটারে ৯ টাকা ও চিনি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। শনিবার ৫ লিটার বোতলের সয়াবিন বিক্রি হচ্ছে ৭২৮ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। তবে ভারতীয় পেঁয়াজ স্থলবন্দর দিয়ে আসা শুরু হওয়ায় পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজেটে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক ওভেনের উৎপাদন পর্যায়ের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দামও কমতে পারে। ইলেকট্রনিক এসব পণ্যের দাম কমতে পারে বলে জানানো হলেও বিক্রেতারা এখন পর্যন্ত কোম্পানি থেকে কমা-বাড়ার বিষয়ে কোনো খবর পাইনি। কোম্পানি দাম কমালে বিক্রেতারা দাম কমিয়ে দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন