২৪ অক্টোবর ২০২৫

এবার আফগানিস্তানে আঘাত হানলো ৪.১ মাত্রার ভূমিকম্প

বাংলাধারা  ডেস্ক »

তুরস্কের পর এবার আফগানিস্তানে আঘাত হানলো ৪.১ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের ভূবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মধ্য দিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠেছে আফগানিস্তান।

এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে।

এসইউ

আরও পড়ুন