২৬ অক্টোবর ২০২৫

এবার করোনায় আক্রান্ত সন্দ্বীপ থানার ওসি

সন্দ্বীপ প্রতিনিধি »

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ও সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্ত সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নেয়া হচ্ছে আইসোলেশনে, পাশাপাশি তাঁর সংস্পর্শে যারা ছিল স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

বিষয়টি জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম বাংলাধারাকে জানান, আমরা নিশ্চিত হয়েছি অত্র থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত। স্বাস্থ্যবিধি অনুযায়ী থানায় কর্মরত অনান্য সদস্য এবং ওনার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত খবরটি মহূর্তেই ছড়িয়ে পড়ায় পুরো সন্দ্বীপব্যাপী আতঙ্ক বিরাজ করছে জনসাধারনের মধ্যে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন