২৮ অক্টোবর ২০২৫

এবার চবি প্রশাসনকে পাল্টা শোকজ করেছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক’

চবি প্রতিনিধি »

গত ৭ সেপ্টেম্বর পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মিটন চাকমা নামের এক শিক্ষার্থীকে প্ররোচনা দিয়ে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করার অভিযোগে তিন ছাত্রনেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাল্টা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক’।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন ছাত্র প্রতিনিধির স্বাক্ষরিত একটি কারণ দর্শানো নোটিশ চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে পাঠানো হয়েছে।

এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সারাদেশেরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাটফর্ম থেকে প্রতিবাদস্বরূপ শোকজপত্র পাঠানোর ঘটনা ঘটেছে।

শোকজের একটি অনুলিপিটি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ ও চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বরাবরও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত অভিযুক্ত তিন ছাত্রনেতা হলেন— অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত, ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শাহ মোহাম্মদ শিহাব ও পদার্থবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের আশরাফি নিতু।

এদের মধ্যে প্রথম দু’জন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কর্মী এবং অপরজন শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন