বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে পতেঙ্গা এলাকায় আরেকটি কনটেইনার ডিপোতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোর আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টায় ভারটেক্স কনটেইনার ডিপোতে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, ডিপোতে একটি তুলাভর্তি কনটেইনারে আগুনের উৎপত্তি হয়। কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সরোয়ার জাহান জানান, ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। অতিরিক্ত হিটের কারণে আগুনের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক লোক।













