১১ নভেম্বর ২০২৫

এবার প্রযোজনায় নাম লেখালেন অপু বিশ্বাস, প্রথম সিনেমা ‘লাল শাড়ি’

বাংলাধারা বিনোদন »

ঢালিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি নতুন অধ্যায় শুরু করেছেন। এবার অভিনেত্রী থেকে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। আর এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

চলতি বছরের জুনে ২০২১-২২ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। সেখান থেকে জানা যায়, প্রযোজক হিসেবে ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা।

বুধবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের প্রথম কিস্তির চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন।

এর পরেই সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দিয়ে অপু বিশ্বাস জানান, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। আর এজন্য সবার দোয়াও চেয়েছেন তিনি।

অপু লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের। ’

‘লাল শাড়ি’ নামের সিনেমাটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে প্রয়োজনভেদে আরো অর্থ যোগ করতে পারবেন অপু। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটি নির্মাণ শেষে মুক্তি দিতে হবে।

২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য, ৬টি স্বল্পদৈর্ঘ্য এবং ২টি প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এগুলোর প্রস্তাবকদের হাতে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশের চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ