৯ নভেম্বর ২০২৫

এবার বধূ সাজে সামনে এলেন বুবলী

বিনোদন ডেস্ক »

হুট করেই বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপরই শুরু হয় তাকে নিয়ে চর্চা। অথচ বুধবার সেই বুবলী এলেন বধু সাজে। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় পুরো বাঙালি বধূ।

বৃহস্পতিবার সকালে ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন বুবলী, যে ভিডিওতে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও দেখা যায় তাকে।

খোঁজ নিয়ে জানা যায়, এটি বিয়ের ফটোশুটের ভিডিও। এর নির্দেশনায় ছিলেন নাজমুল হাসান। প্রায় ৪ মাস আগে একটি ফ্যাশন হাউসের জন্য এই ফটো শুটটি করেন বুবলী। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়।

এর আগে মঙ্গলবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন নায়িকা বুবলী। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী জানান, কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করবেন।

বুবলী বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যে সবার সঙ্গে কথা বলব। অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না। এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছুই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি কয়েক দিনের মধ্যেই আপনাদের পরিষ্কার করব। আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না।’

শাকিব খানের সঙ্গে মিলিয়ে বুবলীর ছেলের নাম

চিত্রনায়িকা শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ছেলে হয়েছে নাকি মেয়ে—এমন জল্পনা কল্পনাও চলছে ভক্তদের মাঝে।

কেউ কেউ ধারণা করছেন, বুবলীর মেয়ে হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে। তবে এবার সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী। এই নায়িকা ২০২০ সালের প্রথমদিকে নিউইয়র্কে পুত্রসন্তান প্রসব করেন।

বুবলীর ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠ দুজন। যাদের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নানাভাবে সহায়তা করেছেন। তার ভাষ্য মতে, সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নামের সঙ্গে মিলিয়েই বুবলীর ছেলের নাম শেহজাদ খান রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী।

বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর তিনি কালবেলাকে জানান, পারিবারিক ও সামাজিক নিয়ম মেনেই তার বিয়ে ও সন্তান হয়েছে। বিস্তারিত বলার জন্য কিছুদিনের জন্য সময় চেয়ে নেন শাকিবের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা এই চিত্রনায়িকা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ