বাংলাধারা প্রতিবেদন »
টানা কয়েক দিন দেশে শৈত্যপ্রবাহের পর এবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৫ ডিসেম্বর বুধবার থেকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহীসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তখন অবশ্য শীতের তীব্রতা অনুভূত হবে না। তবে বৃষ্টি শেষ হওয়ার পর এই মাসের শেষের দিকে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে যে তীব্র শীত অনুভূত হচ্ছিল সেটা আজ সোমবার থেকে কমে আসবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।
এ কয়েক দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়ে যায়। রোববারও দেশের অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্য দেখা যায়নি। গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাধারা/এফএস/টিএম












