বাংলাধারা ডেস্ক »
রাজধানীর চকবাজার থানার মাদক মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ও ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম।
পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আজ ৭ মার্চ (সোমবার) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ।
গত ৪ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন ইরফান সেলিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন৷ তাই এ দু’টি মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করা হয়।
এরপর গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা কেএম ইমরুল কায়েশ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অস্ত্র মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছিলেন। আজকের আদেশের মাধ্যমে তিনি অস্ত্র ও মাদক দু’টি মামলা থেকেই অব্যাহতি পেলেন।
এছাড়া, এর আগে ভ্রাম্যমাণ আদালতের সাজাতেও তিনি জামিন পেয়েছিলেন। এখন শুধু নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের একটি মামলাই রইল ইরফানের বিরুদ্ধে৷ সেই মামলায় এরই মধ্যে অভিযোগপত্র আদালতে জমা পড়েছে।
বাংলাধারা/এফএস/এআই













