৫ নভেম্বর ২০২৫

এবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে বন্দুকধারীর হামলায় নিহত ১০

বাংলাধারা ডেস্ক »

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার ওহাইও’র ডেটনে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন মারা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

রোববার (৪ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টায় অরিগন জেলার নেড পিপার্স নামে একটি বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

টেক্সাসের এল পাসোতে বন্দুকধারীর হামলায় ২০ জনের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই ডেটনে এই হামলা চালানো হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, রাস্তায় ছোটাছুটি করছেন বহু মানুষ। সেখানে উদ্ধারকর্মীদেরও দেখা গেছে।

স্থানীয় একটি টেলিভিশন জানিয়েছে, পুলিশের গুলিতে বন্দুকধারী হামলাকারীর মৃত্যু হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ